IQNA

21:39 - May 29, 2019
সংবাদ: 2608632
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সীমান্তবর্তী শহর খাস্তে বোমা বিস্ফোরণের ফলে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী শহর খাস্তে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ফলে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। হতাহতদের সকলেই বেসামরিক ব্যক্তি।

এই দুর্ঘটনা গতকাল (২৮শে মে) খাস্ত শহরের অদূরে জোগী গ্রামে ঘটেছে। রাস্তায় পুতে রাখা মাইনে একটি বেসামরিক গাড়ি আঘাত আনার ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে এক জন নারী এবং অপর ৪ জন শিশু রয়েছে। তাদেরকে দ্রুত নিকটবর্তী ক্লিনিকে স্থানান্তর করা হয়েছে।

কোন ব্যক্তি বা গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য যে, খাস্ত শহর আফগানিস্তানের খাস্ত প্রদেশের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং পাকিস্তানের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অবস্থিত। iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: