IQNA

23:58 - June 12, 2019
2
সংবাদ: 2608718
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের শিয়া ও সুন্নি আলেমরা আজ (বুধবার) জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংসের বার্ষিকীতে সৌদি শাসক গোষ্ঠীর কঠোর সমালোচনা করেছেন। তারা বলেছেন, মহানবী হজরত মুহাম্মাদ (স.)'র পবিত্র আহলে বাইতের প্রতি বিদ্বেষের কারণেই জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংস করা হয়।

পার্সটুডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পাকিস্তানের করাচিতে জামায়াতে আহলে সুন্নাতের প্রধান ও বিশিষ্ট আলেম আল্লামা শাহ আব্দুল হাক কাদেরি বলেছেন, সৌদি শাসক গোষ্ঠী জান্নাতুল বাকি ধ্বংসের মাধ্যমে মহানবীর আহলে বাইতের প্রতি তাদের বিদ্বেষ স্পষ্ট করেছে। বর্তমানেও ইসলামের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে তারা তাদের ইসলাম বিদ্বেষী চরিত্র সবার সামনে তুলে ধরেছে।

১৯২৬ সালের ৮ শাওয়াল সৌদি শাসক গোষ্ঠী জান্নাতুল বাকিতে হামলা চালিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স.)’র আহলে বাইতের সদস্য ইমাম হাসান (আ.), ইমাম সাজ্জাদ (স.), ইমাম মোহাম্মাদ বাকের (স.) ও ইমাম জাফর সাদেক (আ.)'র পবিত্র মাজারসহ সব কবর ধ্বংস করে দেয়। নিষ্পাপ ইমামদের পবিত্র মাজারের সুদৃশ্য স্থাপনা ও গম্বুজগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এখনও সেখানে কোনো নাম ফলক নেই।

জান্নাতুল বাকি হচ্ছে রাসূলে খোদা (স.)'র নির্দেশে স্থাপিত প্রথম কবরস্থান। এটি মদিনায় অবস্থিত।

প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Murshid Ali
0
0
কূলাঙ্গার ওহাবী তাবলীগিরা, যতই মাজার গুলো নিশ্চন্হ করুক! ইনশা্ আল্লাহ এমন একদিন আসবে; সেদিন আহলে কাশফে্র মাধ্যমে সমাধী গুলো চিন্হিত করে; আহলে বায়েত তথা বিশিষ্ট সাহাবী [রা.]_গণের "মাজার শরীফ" আবার পূর্নঃনির্মাণ করা হবে!!
matiur Rahman Kajemy
0
0
মহান আল্লাহ এই নজদীদের উপর গজব নাজিল করুক,তারা আহলে বাআতের রাসুল দঃ এর শান মান ইজ্জত আজমতের উপর আঘাত হানেছে ইসলামকে কলুষিত করতেছে
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: