IQNA

19:01 - June 30, 2019
সংবাদ: 2608805
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সেনারা ফিলিস্তিনের আল-কুদস বিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে আটক করেছে। দখলীকৃত আল-কুদস বা জেরুজারেলম শহর থেকে গতরাতে তাকে আটক করা হয়।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা আজ (রোববার) জানিয়েছে, ইহুদিবাদী সেনারা হাদামির বাড়িতে তল্লাশি চালায় এবং তাকে আটকের আগে তার মোবাইল ফোন কেড়ে নেয়। জেরুজালেম শহরে কয়েকদিন ধরে ইসরাইলি সেনাদের যে অভিযান চলছে তাতে এই প্রথম কোনো শীর্ষ পর্যয়ের কর্মকর্তাকে আটক করা হলো।
ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড হাদামির আটকের কথা নিশ্চিত করেছেন। জেরুজালেম শহরে হাদামির তৎপরতা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।

গত মঙ্গলবার চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ও তার স্ত্রী আল-কুদস শহর সফর করেন। ওই সফরে মন্ত্রী হাদামি চিলির প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন। হাদামির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্ভবত এ কারণে ফাদি আল-হাদামিকে আটক করা হয়েছে। iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: