IQNA

22:35 - June 30, 2019
সংবাদ: 2608807
আন্তর্জাতিক ডেস্ক: গত বৃহস্পতিবার ইসরাইলি সেনাদের সাথে ফিলিস্তিনের যুবকদের সংঘর্ষের ফলে এক যুবক শহীদ এবং অপর ৪ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই সংঘর্ষ দখলকৃত জেরুজালেমের “ইস্যুয়াহ” মিনি টাউনে সংগঠিত হয়েছে।

ইসরাইলি সেনারা ফিলিস্তিনি যুবকদের উদ্দেশ্য করে সরাসরি গুলি বর্ষণ করেছে। এরফলে ফিলিস্তিনের ২০ বছরের যুবক মুহাম্মাদ সামির ওবাইদ শহীদ হন। সম্প্রতি তিনি ইসরাইলি কারাগার থেকে মুক্তি পান। এছাড়াও এই হামলার ফলে অপর ৪ যুবক আহত হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলি সেনারা ইস্যুয়াহ মিনি টাউনের সকল প্রবেশ পথের চলাচল বন্ধ করে দিয়েছে। এমনকি এই শহরে অ্যাম্বুলেন্সও প্রবেশ হতে দেয়নি। iqna

 

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: