IQNA

গাজায় ব্যাপক বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য আহ্বান

13:43 - July 05, 2019
সংবাদ: 2608836
আন্তর্জাতিক ডেস্ক: গাজা স্ট্রিপে অবরোধের অবসান এবং শরণার্থী রিটার্ন ডেমোক্রেটস কমিটি আজকের রিটার্ন নামক বিক্ষোভে ফিলিস্তিনিবাসীদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গাজা স্ট্রিপে অবরোধের অবসান এবং শরণার্থী রিটার্ন ডেমোক্রেটস কমিটি এক বিবৃতিতে ফিলিস্তিনিবাসীদের রিটার্ন বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে।

এই কমিটি গুরুত্বারোপ করে ঘোষণা করেছে: ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার জন্য ইসলামী ও আরব দেশগুলোর বিশেষ পদক্ষেপ নিতে হবে।

এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ইহুদিবাদী ষড়যন্ত্র শুধুমাত্র ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসরাইলের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখলে সমগ্র বিশ্বে তাদের অশুভ পরিকল্পনা প্রকাশ পাবে।

ফিলিস্তিনিবাসীরা ৩০ মার্চকে “ইয়াউমুল আরদ” নামকরণ করেছে। ১৯৬৭ সালে এই দিনে ফিলিস্তিনিবাসীদের উপর অন্যায়ভাবে নিপীড়ন করা হয়েছিল। সেজন্য গত বছর থেকে প্রতি শুক্রবার ইহুদিবাদী ইসরাইলের অত্যাচারের প্রতিবাদ জানাতে “Return and break the blockade” দিবস পালিত হয়ে আসছে। iqna

captcha