IQNA

22:33 - July 10, 2019
1
সংবাদ: 2608872
আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহে সৌদি আরবে আমেরিকার পপ তারকা নিকি মিনাজের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু জনগণের ব্যাপক প্রতিবাদের ফলে এই কনসার্ট বাতিল করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আগামী ১৮ জুলাই দেশটির কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে আন্তর্জাতিক কনসার্টের আয়োজন করার যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছিল সৌদি আরব। প্রধান গায়িকা হিসেবে রাখা হয়েছিল পপ তারকা নিকি মিনাজকে। বহু বিতর্ক ও আলোচনা-সমালোচনার পর এই কনসার্ট বাতিল করা হয়েছে।
সৌদি আরবের সাবাক পত্রিকা লিখেছে, জনগণের ব্যাপক নিন্দা ও প্রতিবাদের কারণে নিকি মিনাজের কনসার্ট বাতিল করা হয়েছে।
নিকি মিনাজ সাধারণত তার কনসার্টে অর্ধ নগ্ন হয়ে উপস্থিত হয় এবং সৌদি প্রিন্স বিন সালমানের নিমন্ত্রণেই সে এই কনসার্টে আসতে রাজি হয়েছে।
সৌদি আরবে হঠাৎ করেই কেন এই আন্তর্জাতিক কনসার্ট সঙ্গে নিকি মিনাজের ডাক এ নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা গেলো বছরের অক্টোবরে দেশটিতে সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডে তুমুল সমালোচনার মুখে পড়েছিল দেশটি। সঙ্গে মানবাধিকার সংস্থাও বিষয়টা নিয়ে সবসময় তৎপর ছিল।
শুধু তাই নয় গেল মার্চ মাসেও ১০ নারী অধিকার কর্মীকে আদালতে নেওয়ার বিষয়টি নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সৌদি আরব। তার পরপরই এই মাসে আন্তর্জাতিক কনসার্টের আয়োজন করা হয়েছিল।  iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
jqjcgqca
0
0
20
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: