IQNA

হাজিদের স্বাগত জানানোর জন্য সৌদির ৫০০ শিক্ষার্থীর প্রশিক্ষণ

20:40 - July 31, 2019
সংবাদ: 2608999
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি জেনারেল পাসপোর্ট অফিস হজযাত্রীদের স্বাগত জানানোর জন্য সেদেশে ৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সৌদি জেনারেল পাসপোর্ট অফিসের শিক্ষা বিভাগের প্রধান “সালেহ বিন সায়াদ আল-মুরাব্বা” বলেছেন: এই বিভাগের পক্ষ থেকে বিশ্বের ১০টি প্রচলিত ভাষা জানা ৫০০ জন শিক্ষার্থীকে হাজিদের স্বাগত জানানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন: এই প্রকল্পটি আমরা দুই বছর পূর্বে চালু করেছি। আমরা প্রতি বছর শিক্ষার্থীদের মানদণ্ডের উপর ভিত্তি করে সেরা আবেদনকারীদের এই কাজের জন্য নির্বাচন করি।

এসকল শিক্ষার্থীগণ বিশ্বের বিভিন্ন ভাষা বিশেষ করে ইংরেজি, স্পেনীয়, ইন্দোনেশিয়ান, জাপানি, উর্দু, ফার্সি এবং তুর্কি ভাষা জানেন। এর মাধ্যমে বিদেশী হাজিগণ এসকল শিক্ষার্থীদের সঙ্গে তাদের নিজেদের মাতৃ ভাষায় কথা বলতে পরবেন।

প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মদিনা মুনাওয়ারায় আমির মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরের লাউঞ্জগুলোয় নিয়োগ দেওয়া হয়েছে।

এই পদক্ষেপটি হজযাত্রীদের প্রবাহকে স্বাচ্ছন্দ্য ও তাদের অধিক সেবা প্রদানের জন্য সৌদি সরকার গ্রহণ করেছে।  iqna

 

captcha