IQNA

22:08 - August 08, 2019
সংবাদ: 2609049
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সেনারা আজ রামাল্লাহ’র উত্তরাঞ্চলের আল-জালযুম শিবিরে হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আজ (৮ম আগস্ট) পশ্চিম তীরের রামাল্লাহ’র উত্তরাঞ্চলের আল-জালযুম শিবিরে ইহুদিবাদি ইসরাইলী সেনারা হামলা চালিয়েছে।
ইসরাইলী সেনারা শিবিরে বিষাক্ত গ্যাস এবং সাউন্ড বোমা নিক্ষেপ করে এই হামলা শুরু করে।
এই হামলার ফলে ফিলিস্তিনের অনেক নাগরিকের শ্বাসরোধ হয়ে যায়।
এছাড়াও ইহুদিবাদী ইসরাইলি সেনারা আজ জেনিন, রামাল্লাহ, আল-বিরাআ এবং কুদস প্রদেশে হামলা চালিয়েছে ফিলিস্তিনের ৮ জন নাগরিককে গ্রেপ্তার করেছে।  iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: