IQNA

22:23 - August 19, 2019
সংবাদ: 2609107
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে রাজধানী ম্যানিলায় আজ রাতে ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে ঈদে গাদিরের উৎসবানুষ্ঠান পালিত হতে যাচ্ছে।

ঈদে গাদির পালিত হবে ম্যানিলায়বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ফিলিপাইনে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশে ঘোষণা করেছেন: এই উৎসব আজ ইরানী কালচারাল সেন্টারে স্থানীয় সময় ২০টায় শুরু হবে। বিভিন্ন ধরণের ধর্মীয় উৎসবের মাধ্যমে এই অনুষ্ঠানটি পালিত হবে।
মওলুদখানি, কবিতা আবৃতি, গজল এবং প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানটি পালিত হবে। আহলে বায়েত (আ.)এর ভক্তবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
আগামীকাল ২০শে আগস্ট মোতাবেকে ১৮ই জ্বিলহজ। এই দিনে দশম হিজরিতে বিদায় হজের পরে গাদিরে খুমে স্থানে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) তাঁর প্রতিনিধি হিসেবে ইমাম আলী (আ.)এর পরিচয় করিয়ে দেন।   iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: