IQNA

23:32 - August 21, 2019
সংবাদ: 2609113
আন্তর্জাতিক ডেস্ক: জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুসের অধিবাসী ৫ ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে আল-আলম নিউজ চ্যানেল জানিয়েছে, ইহুদি উপশহরের শতাধিক অধিবাসী ইসরাইলি সেনাদের সহযোগিতায় নাবলুসে হযরত ইউসুফ (আ) এর মাজারে হামলা চালালে ফিলিস্তিনিরা বাধা দেয়। এই ঘটনার জেরে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষ বাধে এবং ৫ ফিলিস্তিনি যুবক আহত হয়।

এদিকে রামাল্লা এবং আল-খালিলে ইসরাইলি সেনারা হামলা চালিয়ে অন্তত ২৩ ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়।আদ-দাওরা এলাকার একটি বাণিজ্যিক স্থাপনাও তারা ধ্বংস করে দিয়েছে।

ফিলিস্তিনের আওকাফ কার্যালয়ের গণযোগাযোগ বিভাগের কর্মকর্তা ফারাস আদ-দাবেস জানিয়েছে,বাব-আল-মাগারেবার ৭৬ জন ইহুদিবাদী মাসজিদুল আকসা লক্ষ্য করে আক্রমণ করেছে।কুদসকে ইহুদিদের দখলে নেয়ার জন্য ইসরাইলি সেনাদের সহযোগিতায় তারা বিচিত্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।তারা ইসলাম বিরোধী শ্লোগানও দেয়। ইসরাইলি পুলিশ তাদেরকে শুক্র ও শনিবার ছাড়া অন্য দিনগুলোতে মাসজিদুল আকসায় আক্রমণ চালানোর অনুমতি দিয়েছে। iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: