IQNA

বন্ধ করে দেওয়া হলো ত্রিপলির আন্তর্জাতিক বিমানবন্দর

22:07 - August 24, 2019
সংবাদ: 2609134
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপলির মোয়াইতিকা বিমানবন্দরে মর্টার শেল হামলার পরে বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ত্রিপলির মোয়াইতিকা বিমানবন্দরের কর্তৃপক্ষ আজ (২৪শে আগস্ট) এক বিবৃতিতে ঘোষণা করেছে, বিমানবন্দরে মর্টার শেল হামলা হওয়ার ফলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বিমানবন্দরে দু’টি বিমান অবতরণের সময় এই মর্টার শেল হামলা চালানো হয়েছ। দু’টি বিমানের মধ্যে একটি ইস্তাম্বুল থেকে এবং অপরটি পবিত্র মদিনা থেকে ত্রিপলির মোয়াইতিকা বিমানবন্দরে অবতরণ করেছে। দ্বিতীয় বিমানে ২৬৫ জন হাজী ছিল।

হাফতারের জঙ্গিরা এর পূর্বেরও এই বিমানবন্দরে হামলা চালিয়েছে। এরপূর্বে ১৬ বার হাফতারের বাহিনী এই বিমানবন্দরে হামলা চালিয়েছে।  iqna

 

captcha