বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি গতরাতে তেহরানে আরও বলেছেন, আনসারুল্লাহ এমন সব জায়গায় হামলা করছে যেখানে হামলা করা সম্ভব নয় বলে ভাবতো শত্রুরা।
ইয়েমেন ইস্যুতে ইরানের বিরুদ্ধে শত্রুদের অপবাদ প্রসঙ্গে তিনি বলেন, ইয়েমেনিরা সৌদি আরবের আরামকোর তেল স্থাপনায় হামলা চালিয়েছে, কিন্তু শত্রুরা এই বলে মিথ্যাচার করছে যে ইরান এর পেছনে রয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের আবকাইক তেলক্ষেত্র ও খুরাইস তেল শোধনাগারে ১০টি ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী।
ওই ঘটনার পর অতীতের মতো এবারও সৌদি আরব ও আমেরিকা হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে ইরান প্রথম থেকেই ওই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। পার্সটুডে iqna