IQNA

সালমানের আনুগত্য প্রকাশ করে সৌদিতে থাকতে চান সালাহ খাসোগি!

20:21 - October 01, 2019
সংবাদ: 2609337
আন্তর্জাতিক ডেস্ক: আমি আনুগত্যের সঙ্গে আমার দেশে থাকব বলে এক বিবৃতিতে জানিয়েছেন নিহত সৌদি সাংবাদিক জামাল খাসোগি ছেলে সালাহ খাসোগি। সোমবার সৌদি আরবের নেতৃত্বে আনুগত্যের প্রতিশ্রুতি দিয়ে তিনি ওই বিবৃতি দেন। খবর ইয়েনি শাফাকের।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এতে তিনি বলেন, জামাল খাসোগি যেমন ছিলেন তেমন হব, আল্লাহর প্রতি আনুগত্য তার পরে আমার দেশ এবং তার নেতৃত্বের কাছে।

সালাহ খাসোগি তার বাবার হত্যাকারীদের বিচারের আওতায় আনতে দেশটির বিচারিক পদ্ধতির ওপর চূড়ান্ত আস্থা রাখেন। এরপর তিনি এক টুইট বার্তায় এ সব কথা লেখেন।

জামাল খাসোগির বড় ছেলে সালাহ খাসোগি টুইটে আরও বলেন, আমার প্রিয় বাবার মৃত্যুর এক বছর পার হয়ে গেছে। এ সময়ের মধ্যে পূর্ব এবং পশ্চিমে আমার দেশের বিভিন্ন শত্রু বাহিনী আমার জন্মভূমি এবং নেতাকে আক্রমণ করার চেষ্টা করেছে।

২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কে সৌদি কনস্যুলেটে ঢুকে নিখোঁজ হন। ওই সময়ে সৌদি আরব খাসোগির বিষয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানায়। তবে তুরস্ক প্রথম থেকেই এটিকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করে। পরবর্তীকালে সৌদি সরকার জামাল খাসগির হত্যার দায় নিয়ে ১১ জনকে বিচারের সম্মুখীন করে।

captcha