IQNA

বাতিল করা হল নাজাফে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি

23:36 - October 05, 2019
সংবাদ: 2609375
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী নাজাফের গভর্নর উক্ত শহরে প্রবেশ এবং এই শহর থেকে বাহিরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের পবিত্র নগরী নাজাফের গভর্নর আল-ইয়াসারী ৫ম অক্টোবর ঘোষণা করেছেন: নিরাপত্তা বাহিনী নাজাফ আশরাফে প্রবেশ এবং এই শহর থেকে বাহিরে যাওয়ার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা বাতিল করেছে।
নাজাফের পুলিশ প্রধান বৃহস্পতিবার ঘোষণা করেছিলেন, এই শহরে সকল প্রকার যান প্রবেশ ও বাহিরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সম্প্রতি ইরাকের জনগণ বিক্ষোভ করার জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টার পর থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে আজ তা তুলে নেওয়া হয়েছে।
ইরাকে গত মঙ্গলবার (১ম অক্টোবর) থেকে দুর্নীতি, বেকারত্ব ও অনুপযুক্ত সেবামূলক কর্মকাণ্ডের মতো কিছু সমস্যার সমাধান চেয়ে ইরাকজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। এ নিয়ে রাজধানী বাগদাদসহ দেশের বিভিন্ন জায়গায় সহিংস বিক্ষোভ হয়েছে।  iqna

 

captcha