IQNA

নাজাফে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ

21:21 - October 03, 2019
সংবাদ: 2609364
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী নাজাফের পুলিশ প্রধান এই নগরীতে প্রবেশ এবং এখান থেকে বাহিরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিনি আজ এই ঘোষণা দিয়েছেন। বিক্ষোভের কারণে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান তিনি।

আজ বিকাল চারটার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

ইরাকের বিভিন্ন শহরে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত থাকার কারণে নাজাফ, বাবিল, মায়সান ও জ্বী কার প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষরা এসকল প্রদেশে প্রবেশ এবং প্রদেশে থেকে বাহির হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

উল্লেখ্য যে, বাহ্যিক ভাবে এসকল বিক্ষোভের মূল উদ্দেশ্য হচ্ছে বেকারত্ব এবং অর্থনৈতিক সমস্যা প্রতিবাদ করা। কিন্তু ইরাক ও লেবাননের সংবাদ মাধ্যম ঘোষণা করেছে, এই বিক্ষোভের পেছনে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের সরাসরি হাত রয়েছে। iqna

 

 

 

captcha