IQNA

ইসরাইলি জনমতের ওপর ৫ প্রভাবশালীর তালিকায় নাসরুল্লাহ ও সিনওয়ার

22:55 - October 06, 2019
সংবাদ: 2609379
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের জনমতের ওপর সবচেয়ে প্রভাবশালী পাঁচ ব্যক্তির দুই জন হচ্ছেন লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও ফিলিস্তিনের হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ইসরাইলি দৈনিক 'ক্যালকেলিস্ট' গবেষণার ভিত্তিতে এ সংক্রান্ত একটি তালিকা তৈরি করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ১০০ জনের ওই তালিকার পাঁচ নম্বরে যৌথভাবে স্থান পেয়েছেন নাসরুল্লাহ ও সিনওয়ার। তালিকার এক নম্বরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রয়েছে।

ইসরাইলের ওই তালিকায় তাদেরকেই রাখা হয়েছে যাদের সিদ্ধান্ত ও বক্তব্যকে ইসরাইলিরা ব্যাপক গুরুত্ব দেয় এবং সে অনুযায়ী পদক্ষেপ নেয়। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন সংঘর্ষে প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ের কারণে সাইয়্যেদ নাসরুল্লাহ ও ইয়াহিয়া সিনওয়ারের গুরুত্ব বেড়েছে বলে পত্রিকাটি জানিয়েছে।

ইসরাইলি দৈনিক ক্যালকেলিস্ট'র এ সংক্রান্ত প্রতিবেদন দখলদার ইসরাইলজুড়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এর আগেও ইসরাইলি গণমাধ্যমেই স্বীকার করা হয়েছে, ইহুদিবাদীরা হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ'র বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব দেয়, কারণ তিনি যা বলেন তা বাস্তবায়ন করেন।

এছাড়া হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের নেতৃত্বকে গুরুত্ব দিতে শুরু করেছে ইসরাইলিরা। এর আগে ইসরাইলের গুপ্তচরবৃত্তি সংক্রান্ত গবেষণা বিভাগের প্রধান শ্যালোম স্বীকার করেছেন, হামাস নেতা সিনওয়ারকে চিনতে ইসরাইলের বহু সময় লাগবে। কারণ তিনি চ্যালেঞ্জিং কৌশলের অধিকারী। পার্সটুডে

captcha