IQNA

19:12 - October 19, 2019
সংবাদ: 2609466
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরে একটি মসজিদে বসে কুরআন তিলাওয়াত শুনেছেন যুক্তরাজ্যের ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গতকাল বুধবার পাকিস্তানের সফরের তৃতীয় দিনে লাহোরের বাদশাহী মসজিদে বসে মনযোগী ছাত্রের মতো কুরআন তিলাওয়াত শোনেন ব্রিটিশ রাজ পরিবারের দুই সদস্য। ইতিমধ্যে সেই দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন, প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন লাহোরের বাদশাহী মসজিদে যান। সেখানকার ইমাম তাদের স্বাগত জানান। তারপর তাদেরকে মসজিদের ভেতরে নিয়ে যান ইমাম। ভেতরে প্রবেশের সময় মুসলমান নারীদের মতো মাথায় ওড়না জড়িয়ে নিজেকে ঢেকে নেন কেট। এরপর মেঝেতে বসে ইমামের কুরআন তিলাওয়াত শোনেন এই ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা।

মিডলটন প্রায় তিন বছর তার পিতার সাথে জর্ডানে ছিলেন এবং তিনি সেসময় আরবি ভাষা ও কুরআন পড়া শিখেছিলেন।

উল্লেখ্য যে, লাহোরের বাদশাহী মসজিদে পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ মসজিদ। এই মসজিদটি ১৭ শতাব্দীতে নির্মান করা হয়েছে।  iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: