IQNA

22:52 - October 20, 2019
সংবাদ: 2609472
আন্তর্জাতিক ডেস্ক : ফুটবলের দেশ ব্রাজিল। সারা বিশ্বে যত ফুটবলার তৈরি হয় তার চেয়েও বেশি নাম ডাক থাকে ব্রাজিলের ফুটবলারদেরই। ব্রাজিলকে বলা হয় ফুটবলের তীর্থভূমি।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আর এই ফুটবলের তীর্থভূমি ব্রাজিল ফ্রি সে'ক্সের দেশ সেটা অনেকেই জানে। ব্রাজিল অমুসলিমদের দেশ হলেও আশার কথা হল এই ব্রাজিলে প্রতিনিয়তই বাড়ছে মুসলিমদের সংখ্যা এবং প্রসার হচ্ছে ইসলামের।

ল্যাতিন আমেরিকার অন্যতম বৃহত্তম এই দেশটি কিন্তু মুসলিম দেশ নয়। কিন্তু এখানে কতগুলো মসজিদ আছে তা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। ১৭০০ এর বেশি মসজিদ আছে ব্রাজিলে। আর এসব মসজিদের মধ্যে কিছু সুন্দর ও ঐতিহ্যবাহী মসজিদও রয়েছে। এমটি নিউজ

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: