বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সৌদি জোটের যোদ্ধারা আবারও গতকাল ইয়েমেনে হামলা চালিয়েছে। এবার আল-হাদিদা শহরে রাস ঈসা বন্দরে বোমা হামলা চালিয়েছে।
সৌদি জোটের আগ্রাসনের ফলে ইয়েমেনের জেলেদের একটি মাছধরা নৌকার ক্ষতি হয়। অথচ কিছু দিন পূর্বে ইয়েমেন ও সৌদির মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোট ২০১৩ সালের মার্চ মাস থেকে যুদ্ধ শুরু করেছে। দীর্ঘ এই পাঁচ বছরের যুদ্ধে ইয়েমেনের বহু বেসামরিক ব্যক্তি হতাহত এবং বাস্তুচ্যুত হয়েছে। iqna