বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কারবালার গভর্নর “নাসিফ জাসিম আল-খেতাবী শনিবার রাতে ঘোষণা করেছেন: সকল প্রকার যান চলাচল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
কারবালায় যান চলার নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এটা বোঝা যায় যে, এই প্রদেশে প্রতিবাদকারীদের সহিংসতা হ্রাস পেয়েছে। iqna