IQNA

কারবালার পরিস্থিতি এখন শান্ত/ যাতায়াত নিষেধাজ্ঞা প্রত্যাহার

22:03 - October 27, 2019
সংবাদ: 2609513
আন্তর্জাতিক ডেস্ক: কারবালার গভর্নর উক্ত শহরের পরিস্থিতি শিথিলকরণ এবং বিক্ষোভকারিদের শান্ত রাখতে সকল প্রকার যান চলাচল নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কারবালার গভর্নর “নাসিফ জাসিম আল-খেতাবী শনিবার রাতে ঘোষণা করেছেন: সকল প্রকার যান চলাচল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
কারবালায় যান চলার নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এটা বোঝা যায় যে, এই প্রদেশে প্রতিবাদকারীদের সহিংসতা হ্রাস পেয়েছে।  iqna

captcha