IQNA

0:18 - November 02, 2019
সংবাদ: 2609556
আন্তর্জাতিক ডেস্ক: ক্যাথলিক গির্জা ধারার খ্রিস্টধর্মের বর্তমান নেতা পোপ ফ্রান্সিস ইরাকের সরকার ও জনগণের প্রতি দৃষ্টিপাত করে চলমান সহিংসতা ব্যাপারে বিশেষ বার্তা প্রেরণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পোপ ফ্রান্সিস ইরাকের সকল নাগরিককে সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমাধান খুঁজতে আহ্বান জানিয়েছেন এবং সেদেশের সরকারের নিকট বিক্ষোভকারীদের দাবি শোনার জন্য আহ্বান জানিয়েছেন।
পোপ ফ্রান্সিস তার বার্তায় গুরুত্বারোপ করে বলেছেন: “ইরাকি বিক্ষোভে অংশগ্রহণকারী সকল আহত ও নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ইরাকের বিক্ষোভকারীরা মর্যাদাপূর্ণ জীবনের জন্য বিক্ষোভ করছেন। ইরাকের সকল কর্মকর্তাদের নিকটে বিক্ষোভকারীদের এই দাবী শোনার জন্য আহ্বান জানাচ্ছি”।
পোপ আরও বলেছেন: আমি ইরাকের সকল নাগরিকদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংলাপ, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখা এবং সমস্যার উপযুক্ত সমাধান খুঁজে বের করার জন্য অনুরোধ করছি। iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: