IQNA

কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারার জন্য ১০০ দেশকে আমন্ত্রণ জানিয়েছে মিশর

10:42 - November 06, 2019
সংবাদ: 2609582
আন্তর্জাতিক ডেস্ক: মিশরে ২৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একশটিরও অধিক দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। মিশরের আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিশরে ২৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২০২০ সালের ৮ম জানুয়ারি শুরু হবে এবং একাধারে ১২ই জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
আফ্রিকার ৪০টি দেশ ও বেশ কয়েকটি আরব দেশসহ রাশিয়া, বালকানস, সার্বিয়া, বসনিয়া, বুলগেরিয়া এবং গ্রিস পাশাপাশি ইউরোপীয় এবং লাতিন আমেরিকান দেশগুলিকে এই প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে মিশরের আওকাফ মন্ত্রণালয়।
মিশরের এনডোমেন্টস মন্ত্রণালয় চিঠি প্রেরণের মাধ্যমে সংখ্যালঘু মুসলিম দেশসমূহের প্রতিনিধিদের অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।  iqna

 

captcha