IQNA

15:08 - November 07, 2019
সংবাদ: 2609584
আন্তর্জাতিক ডেস্ক: ফরাসী প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, সম্প্রতি আফ্রিকার পশ্চিমে অবস্থিত ফরাসী সৈন্যের অভিযানে সন্ত্রাসবাদী ও চরমপন্থি গোষ্ঠীর নেতা নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফরাসী প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, মালি প্রজাতন্ত্রে “জামায়াতে নুসরত আল ইসলাম ওয়াল মুসলিম” গ্রুপের এক নেতা নিহত হয়েছে।
ফরাসী সৈন্যদের এক বিশেষ অপারেশনে আলী মাইচু নামক শীর্ষ সন্ত্রাসী ৯ম অক্টোবর নিহত হয়েছে।
এই সন্ত্রাসবাদী দলটি মালি, ফরাসী এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে।
জাতিসংঘের মতে, দায়েশ তথা আইএস এবং আল-কায়েদার সাথে সংযোগ থাকার জন্য আলী মাইচুকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছিল।  iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: