IQNA

শর্ত সাপেক্ষে ইসরাইলের সাথে যুদ্ধবিরতি করবে ইসলামি জিহাদ আন্দোলন

22:04 - November 14, 2019
সংবাদ: 2609634
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন পূর্বশর্ত আরোপ করেছে। জিহাদ আন্দোলন এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মিশর উদ্যোগ নয়োর পর জিহাদ আন্দোলন শর্ত আরোপ করল।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাদের এই শর্ত পূরণ করা না হলে তারা গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরাইলের উপরে অনির্দিষ্টকালের জন্য ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে। গতকাল (বুধবার) ইসলামি জিহাদের শর্তের কথা প্রকাশ করেছে।

সংগঠনের নেতা জিয়াদ আল নাখালা বলেন, গাজা সীমান্তে ফিলিস্তিনিরা যে বিক্ষোভ-প্রতিবাদ করে আসছে তাতে ইসরাইল কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে না, সব ধরনের টার্গেট কিলিং বন্ধ এবং গাজা উপত্যকার উপরে যে অবরোধ দিয়ে রেখেছে তা শিথিল করতে হবে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, যদি যুদ্ধবিরতি না হয় তাহলে ইসলামি জিহাদ আন্দোলন গাজা থেকে ইসরাইলের উপর অনির্দিষ্টকালের জন্য ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে। নাখালা বলেন, তিনি কায়রোর মাধ্যমে ইসরাইলের জবাব শোনার অপেক্ষা করছেন। জিহাদ আন্দোলনের এই নেতা পরিষ্কার করে বলেন, যদি যুদ্ধবিরতি না হয় তাহলে জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।  iqna

captcha