IQNA

২০১৯ সালে মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ

0:26 - November 19, 2019
সংবাদ: 2609657
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় ২০১৯ সালে মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রমের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দেখা যায় যে, মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের হামলা উল্লেখ যোগ্য হরে বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গতকাল (১৮ই নভেম্বর) এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে দেখা যায় যে, অস্ট্রেলিয়ায় ২০১৬ ও ২০১৭ সালে মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের হামলা প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অস্ট্রেলিয়ায় শরণার্থী মন্ত্রী ডেভিড কুলম্যান ঘোষণা করেছেন: প্রকাশিত প্রতিবেদন ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম সত্যিই উদ্বেগজনক।
এই প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে হিজাবী নারীদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা অধিক হামলা চালিয়েছে। ২০১৬ ও ২০১৭ সালে ইসলাম বিদ্বেষীরা মোট ৩৫০ বার মুসলমানদের উপর হামলা চালিয়েছে এবং এরমধ্যে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও ৩০ শতাংশ হামলা মুসলমানদের উপর চালানো হয়েছে। এসকল হামলায় অনেক আর্থিক ক্ষতিও হয়েছে।
অস্ট্রেলিয়ায় “চার্লিজ স্টার্ট” বিশ্ববিদ্যালয়ের ইসলামী সভ্যতা এবং পর্যালোচনা সেন্টারের পক্ষ থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দেখা যায় যে, ইসলাম বিদ্বেষীদের হামলার মধ্যে ৭০ শতাংশ হামলা মুসলিম নারীদের বিরুদ্ধে চালানো হয়েছে।
ডেভিড কুলম্যান বলেছেন, অস্ট্রেলিয়ার সরকার ইসলাম বিদ্বেষী ও বর্ণবাদদের অসহিষ্ণুতা সহ্য করবে না। অস্ট্রেলিয়ার মুসলমানদের বিরুদ্ধে এই বৈষম্য যা এই প্রতিবেদনে উঠে এসেছে মোটেও গ্রহণ যোগ্য নয়।  iqna

 

captcha