IQNA

“কুয়ালালামপুর ২০১৯” শীর্ষক সম্মেলনে ইসলামী বিশ্বের ৪৫০ জন চিন্তাবিদ অংশগ্রহণ করবেন

0:01 - November 23, 2019
সংবাদ: 2609684
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেছেন: “কুয়ালালামপুর ২০১৯” শীর্ষক সম্মেলনে ইসলামী বিশ্বের ৪৫০ জন নেতা, রাজনীতিবিদ এবং চিন্তাবিদ অংশগ্রহণ করবেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মাদ এক সংবাদ সম্মেলনে বলেছেন: তুরস্কসহ অন্য চারটি ইসলামী দেশ “কুয়ালালামপুর ২০১৯” শীর্ষক সম্মেলনের অগ্রদূত হবে।
মালয়েশিয়ার মতো তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কাতারের মধ্য যৌথ অনেক সমস্যা বিরাজ করছে। এই বিষয়ের উপর ইঙ্গিত করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন: এই বৈঠকের মূল বিষয় হচ্ছে, উন্নয়নের ক্ষেত্রে জাতীয় সার্বভৌমত্ব অর্জন করা।
মহাথির মোহাম্মাদ আরও বলেন: এই সম্মেলনে ইসলামী বিশ্বের ৪৫০ জন নেতা, রাজনীতিবিদ এবং চিন্তাবিদ অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য যে, “কুয়ালালামপুর ২০১৯” শীর্ষক সম্মেলন ২০১৯ সালের ১৮ থেকে ২১শে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।  iqna


captcha