IQNA

কাজের মধ্যে উগান্ডার ক্বারির সুললিত কণ্ঠে তিলাওয়াত

0:16 - November 24, 2019
সংবাদ: 2609687
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সামাজিক মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যায় যে, উগান্ডার এক কর্মী কর্মরত অবস্থায় কুরআন তিলাওয়াত করছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উগান্ডার এই কর্মী সূরা মারইয়ামের ৫১ থেকে ৫৮ পর্যন্ত কুরআন তিলাওয়াত করেছেন।

وَاذْكُرْ فِي الْكِتَابِ مُوسَى إِنَّهُ كَانَ مُخْلَصًا وَكَانَ رَسُولًا نَبِيًّا * وَنَادَيْنَاهُ مِنْ جَانِبِ الطُّورِ الْأَيْمَنِ وَقَرَّبْنَاهُ نَجِيًّا * وَوَهَبْنَا لَهُ مِنْ رَحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا * وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَبِيًّا * وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِنْدَ رَبِّهِ مَرْضِيًّا * وَاذْكُرْ فِي الْكِتَابِ إِدْرِيسَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَبِيًّا * وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا * أُولَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ مِنْ ذُرِّيَّةِ آدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ وَمِنْ ذُرِّيَّةِ إِبْرَاهِيمَ وَإِسْرَائِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا إِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُ الرَّحْمَنِ خَرُّوا سُجَّدًا وَبُكِيًّا

  • ۞৫১۞ এবং (হে রাসূল!) স্মরণ কর এ গ্রন্থে মূসার কথা: নিশ্চয় সে ছিল আমার পরিশুদ্ধ বান্দা এবং রাসূল ও নবী। ۞৫২۞ আর আমরা তাকে আহ্বান করেছিলাম তুর পর্বতের ডান প্রান্ত থেকে এবং আমরা তাকে গোপন আলোচনার জন্য নিকটবর্তী করেছিলাম। ۞৫৩۞ এবং আমরা নিজ অনুগ্রহ থেকে তার ভাই হারুনকে নবী হিসেবে তাকে দিয়েছিলাম। ۞৫৪۞ এবং এ গ্রন্থে ইসমাঈলকে স্মরণ কর, নিশ্চয় সে প্রতিশ্রুতিতে সত্যনিষ্ঠ এবং রাসূল ও নবী ছিল। ۞৫৫۞ এবং সে তার পরিবারবর্গকে সর্বদা নামায ও যাকাতের নির্দেশ দিত এবং সে তার প্রতিপালকের সন্তোষভাজন ছিল।
    ۞৫৬۞ এবং এ গ্রন্থে বর্ণিত ইদরীসের কথাও স্মরণ কর, নিশ্চয় সে পরম সত্যবাদী নবী ছিল। ۞৫৭۞ এবং আমরা তাকে উচ্চ স্থানে উন্নতী করেছিলাম। ۞৫৮۞ তারা হল সে সকল লোক যাদের আল্লাহ নিয়ামত প্রদান করেছেন আদমের বংশধর থেকে, যারা নবী ছিল এবং তাদের মধ্যে হতে যাদের আমরা নূহের সাথে তরণীতে আরোহণ করিয়েছিলাম; এবং ইবরাহীম ও ইসরাইলের বংশধরদের হতে এবং তাদের মধ্যে হতে যাদের আমরা পথনির্দেশ করেছি ও মনোনীত করেছি। যখন তাদের সম্মুখে অসীম দয়াময়ের আয়াতসমূহ আবৃত্ত করা হত তখন তারা সিজদাবনত ও ক্রন্দনরত অবস্থায় (মাটিতে) লুটিয়ে পড়ত।


উগান্ডার এই কর্মী একজন ক্বারি এবং হাজেফ। সূরা মারইয়ামের ৫৮ নম্বর আয়াতে তিলাওয়াত করার পর তিনি সিজদা করেন। কারণ এই আয়াতে মোস্তাহাব সিজদা রয়েছে।
সামাজিক মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিওটিকে অসংখ্যবার শেয়ার করেছে এবং সকলে তার কুরআন তিলাওয়াতকে প্রশংসিত করেছে।
তিলাওয়াতের শেষে ভিডিওকারী তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন: আমার নাম “শাহরাভী” এবং আমি উগান্ডার নাগরিক। iqna

captcha