IQNA

আমেরিকাকে জানাল আফগানিস্তান

শান্তি আলোচনা হতে হবে কাবুল সরকারের নেতৃত্বে: প্রেসিডেন্ট আশরাফ গনি

8:53 - November 27, 2019
সংবাদ: 2609713
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি আমেরিকাকে উদ্দেশ করে বলেছেন, তার দেশে টেকসই শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় আফগান সরকারের নেতৃত্বে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়া। তিনি গতকাল (সোমবার) রাজধানী কাবুলে মন্ত্রিসভার এক বৈঠকে এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আশরাফ গনি বলেন, আফগান সরকারের নেতৃত্বে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্য তার সরকার সাত ধারাবিশিষ্ট একটি পরিকল্পনা তৈরি করেছে। তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আফগানিস্তানে যুদ্ধ ও সহিংসতার অবসান ঘটবে।

শিগগিরই চীনের রাজধানী বেইজিংয়ে আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদের পাশাপাশি সেদেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ব্যাপকভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই আলোচনার মাধ্যমে আফগান পক্ষগুলোর মধ্যে একটি দীর্ঘমেয়াদি আন্তঃসংলাপ শুরু করা সম্ভব হবে বলে কাবুল সরকার আশা করছে।

বেইজিংয়ে এমন সময় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যখন আমেরিকার আফগান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ তিন দিন আগে কাতারের তালেবান দফতরে আবার তালেবানের সঙ্গে গোপন আলোচনা শুরু করেছেন। এর আগে খালিলজাদ তালেবানের সঙ্গে নয় দফা আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছার খবর দিয়েছিলেন। কিন্তু খালিলযাদের সমঝোতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেনে না নেয়ায় ওই আলোচনা প্রক্রিয়া পুরোটাই ভেস্তে যায়।তারপরও সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তালেবানের সঙ্গে সেই গোপন সংলাপ আবার শুরু করেছে আমেরিকা। পার্সটুডে

captcha