IQNA

মিশরে পর্তুগিজ ভাষায় কুরআন অনুবাদকের মৃত্যু

23:34 - November 30, 2019
সংবাদ: 2609738
আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগিজ ভাষায় কুরআন অনুবাদক এবং ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের আরবি গ্রুপের প্রতিষ্ঠাতা “হালমি মোহাম্মদ নাসের” ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: “হালমি মোহাম্মদ নাসের” মিশরে জন্মগ্রহণ করেছেন; তবে তিনি ব্রাজিলে ইসলাম এবং আরবি ভাষার সম্প্রসারণের জন্য ৫৫ বছর সেদেশে বসবাস করেছেন। তিনি তার জীবদ্দশায় একাডেমিক অনেক রচনা এবং অনুবাদ করেছেন।


২০০৪ সালে তিনি সফলভাবে পর্তুগাল ভাষায় কুরআন অনুবাদ করেন এবং সৌদি আরবের পবিত্র নগরী মদিনার “মালিক ফাহাদ” কুরআন প্রিন্টিং সেন্টারে তার এই অনুদিত পাণ্ডুলিপি প্রিন্ট করা হয়।


পর্তুগিজ ভাষায় কুরআন অনুবাদক হালমি মোহাম্মদ নাসেরের মৃত্যুতে ওয়ার্ল্ড কাউন্সিল অফ মুসলিম কমিউনিটির সেক্রেটারি মুহাম্মাদ আল-বাসারী তার পরিবারকে সমবেদনা জানিয়ে বলেছেন: ব্রাজিল এবং লাতিন আমেরিকায় ইসলাম ও আরবি ভাষার প্রচলনের জন্য তিনি দীর্ঘ ৫৫ বছর মিশরের বাহিরে ছিলেন এবং তিনি ২০১৫ সালে পুনরায় মিশরে ফিরে আসেন।


তিনি বহু বৈজ্ঞানিক রচনা এবং আরবি থেকে পর্তুগিজ ও পর্তুগিজ থেকে আরবি ভাষায় অনেক গ্রন্থ অনুবাদ করেছেন। সারা জীবন নাসের হাস্যোজ্জল চেহারায় সকলের সাথে কথা বলেছেন। তিনি ইসলামিক দেশসমূহে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন।


লাতিন আমেরিকার ইসলামিক প্রচার কেন্দ্র এবং ক্যারিবিয়ান এবং ব্রাজিলিয়ান ইসলামিক সমিতি “হালমি মোহাম্মদ নাসেরে”র মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করে ঘোষণা করেছে: এই মরহুমের কুলখানির অনুষ্ঠান আগামীকাল ব্রাজিলে অনুষ্ঠিত হবে।  iqna

 

মিশরে পর্তুগিজ ভাষায় কুরআন অনুবাদকের মৃত্যু

 

 

captcha