IQNA

16:14 - December 04, 2019
সংবাদ: 2609767
আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানের রেড লাইন অতিক্রম করবেন না। তিনি আজ (বুধবার) তেহরানে '৯২ হাজার শহীদ' বিষয়ক সম্মেলনে এ কথা বলেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জেনারেল সালামি আরও বলেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে চায় তাহলে ইরানিরা তা অঙ্কুরেই বিনষ্ট করে দেবে। মেজর জেনারেল সালামি আরও বলেন, ইরানি জাতি অত্যন্ত সজাগ ও সচেতন এবং সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে জনগণ খুব ভালোভাবেই নিজেদেরকে সহিংসতাকামীদের কাছ থেকে আলাদা করতে সক্ষম হয়েছে।

 আইআরজিসি'র প্রধান বলেন, গত কয়েক সপ্তাহে ইরানি জাতি সাম্রাজ্যবাদী শক্তি বিশেষকরে আমেরিকার মুখে আরও একবার চপেটাঘাত করেছে। তিনি আরও বলেন, শত্রুরা ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের পাশাপাশি অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করেছিল, কিন্তু জনগণের সচেতনতার কারণে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে।

জেনারেল সালামি বলেন, ইরান দৃঢ়তার সঙ্গে তার পথচলা অব্যাহত রাখবে এবং অদূর ভবিষ্যতে বিশ্ব শক্তিতে রূপান্তরিত হবে।

তিনি বলেন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকের জনগণ ইহুদিবাদী ইসরাইল ও আলে-সৌদ গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা প্রতিরোধের মাধ্যমে নিজেদের স্বাধীনতা রক্ষা করছে। মধ্যপ্রাচ্যের জনগণ আমেরিকাকে ক্রমেই একঘরে করে ফেলছে বলে তিনি মন্তব্য করেন।  iqna

 

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: