IQNA

সিরিয়ার শিয়া অধ্যুষিত এলাকায় মর্টার হামলা

20:50 - December 18, 2019
সংবাদ: 2609853
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আলেপ্পো শহরের শিয়া অধ্যুষিত “আল-জাহরা” এলাকায় ১৬ই ডিসেম্বর সন্ত্রাসীরা মর্টার হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলেপ্পোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-জাহরা অঞ্চলে সন্ত্রাসীরা মর্টার হামলা চালিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মর্টার হামলার ফলে দুই জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি। iqna

captcha