IQNA

মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড, ভারতের মানচিত্র থেকে ক্রমেই মুছে যাচ্ছে বিজেপির গেরুয়া রং

23:41 - December 23, 2019
সংবাদ: 2609890
আন্তর্জাতিক ডেস্ক : দেউটি নিভছে। চাণক্যের মুখে আরও একবার চুনকালি। ভারতের মানচিত্র থেকে ক্রমেই মুছে যাচ্ছে গেরুয়া শিবির। মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড। আরও বড় ধা'ক্কা। ঝাড়খণ্ডে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস, জেএমএম ও আরজেডি জোট।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আরও একটি রাজ্য থেকে বিজেপি শাসনের অবসান হতে চলেছে। শুরু হয়েছিল গত বছর থেকেই। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। এবছরে হাতছাড়া হল মহারাষ্ট্র, ঝাড়খণ্ড। ওডিশায় তো দাগ কাটতে পারেনি মোদি-শাহ জুটি। সম্প্রতি মহারাষ্ট্রে বিজেপি শীর্ষ নেতৃত্বের মুখে চুনকালি লেপে দিয়েছে শরিকদল শিবসেনাই।

কংগ্রেস-এনসিপির সঙ্গে জোট করে রাজ্যে সরকার গড়ে নিয়েছে তারা। কর্নাটকে '‌ঘোড়া কেনাবেচা'‌ করে কোনওভাবে সরকার ধরে রেখেছে বিজেপি। মহারাষ্ট্র নাটকের পর সোশ্যাল মিডিয়ায় ভারতের একটি ম্যাপ ভাইরাল হয়েছিল। ঝাড়খণ্ডের নির্বাচনের পর আবারও একইরকম একটি ভারতে ম্যাপ ভাইরাল হয়েছে। তফাত্‍ একটাই। ঝাড়খণ্ডের শরীর থেকে মুছে গেল গেরুয়া রং।

ম্যাপে দেখা যাচ্ছে, ২০১৮ সালের মার্চ মাসে ১৯টি রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি। আর ঠিক তার পরের বছরের ডিসেম্বর মাসের মধ্যেই সেই সংখ্যাটা কমে দাঁড়াল ১৩। তবে উত্তর-পূর্বের বেশ কয়েকটি রাজ্যে এখনও ক্ষমতায় আছে গেরুয়া শিবির। আর বড় রাজ্য বলতে এখন শুধু হাতে আছে যোগীর রাজ্য। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে নরেন্দ্র মোদি কংগ্রেস মুক্ত ভারতের ডাক দিয়েছিলেন।

সেই ডাক লোকসভা নির্বাচনে সফল হয়েছে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু রাজ্যের নির্বাচনে কেন বারবার পরাজিত হচ্ছে মোদি-শাহ নেতৃত্বাধীন বিজেপি? রাজ্যে মুখ নেই?‌ মানুষ তাহলে আর মোদি-শাহের '‌জুমলা'য় ভরসা করছেন না? তবে কি এই বিজেপির শেষের সূচনা?‌
সূত্র: mtnews24

captcha