IQNA

সংহতি এবং জনস্বার্থের উপর গুরুত্বারোপ করলেন আয়াতুল্লাহ সিস্তানি

1:16 - January 12, 2020
সংবাদ: 2610026
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধান করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানি। শুক্রবার তিনি এক বিবৃতিতে এ আহ্বান জানান যা কারবালার জুমার নামাজের খুতবায় পড়ে শোনানো হয়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিবৃতিতে আয়াতুল্লাহ সিস্তানি বলেন, ইরাকে রাজনৈতিক ও নিরাপত্তাগত সংকট চলতে থাকলে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বেড়ে যাবে।

তিনি বহিঃশক্তি কর্তৃক ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের সমালোচনা করে বলেন, ইরাকে সমস্যা আছে বলে বিদেশিরা এই হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। তিনি ইরাকি নেতাদেরকে ব্যক্তিগত স্বার্থ ও দলাদলি পরিত্যাগ করে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইরাকের প্রভাবশালী এই আলেম গত সপ্তাহে রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেন, জেনারেল সোলাইমানি ইরাকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

২০১৪ সালে ইরাকের বিস্তীর্ণ এলাকা উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) দখল করে নেয়ার পর আয়াতুল্লাহি সিস্তানির আহ্বানে সাড়া দিয়ে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি গঠিত হয়। ওই বাহিনীকে প্রশিক্ষণ ও দায়েশ বিরোধী লড়াইয়ের উপযুক্ত গড়ে তোলার কাজে শহীদ সোলাইমানি অনেক বড় অবদান রেখেছিলেন।iqna

captcha