IQNA

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: কাতারের আমিরকে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা

9:36 - January 13, 2020
সংবাদ: 2610032
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ও তার বন্ধুদের ‘নীতিভ্রষ্ট আচরণের’ কারণে মধ্যপ্রাচ্যের চলমান সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেছেন, এ ধরনের অপতৎপরতার প্রভাব রুখে দিতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতার বিকল্প নেই।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরান সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি রোববার সন্ধ্যায় সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতার আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকে ‘প্রতিকূল’ হিসেবে উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করতে হলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বহিঃশক্তির প্রভাব থেকে দূরে থাকতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা কাতারের সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা সম্পর্কে বলেন, দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক থাকলেও অর্থনৈতিক সহযোগিতা আশানরূপ নয়।তিনি দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার আহ্বান জানান।

সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফও উপস্থিত ছিলেন। এ সময় কাতারের আমির ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে উদ্দেশ করে বলেন, “আপনি আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতার যে আহ্বান জানিয়েছেন তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত এবং এ লক্ষ্য কাতার চেষ্টা চালাবে।” iqna

captcha