IQNA

0:05 - February 22, 2020
সংবাদ: 2610279
তেহরান (ইকনা)- আহমেদা’বাদে কেম ছো ট্রাম্প অনু’ষ্ঠান সফল করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকার। এতে লাখের বেশি মানুষের সমাবেশ ঘটনার পরিকল্পনা রয়েছে। চলতি মাসে ভারত সফরের আগে দেশটির সঙ্গে বড় ধরনের কোনও চুক্তিতে না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা’ম্প। মঙ্গল’বার (১৮ ফেব্রুয়ারি) স্থা’নীয় সময় বি’কালে ওয়াশিংটনে সাং’বাদিকদের সঙ্গে আলাপ’কালে ট্রাম্প বলেন, আমরা ভা’রতের থেকে খুব একটা ভাল কিছু পাই’নি।

আগামী ২৪ ও ২৫ ফে’ব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডো’নাল্ড ট্রাম্প। জল্পনা চলছে যে এই স’ফরে ভারতের সঙ্গে যুক্ত’রাষ্ট্রের একটি বড়’সড় বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হবে। কিন্তু এই চুক্তি প্র’সঙ্গে ট্রাম্প বলেছেন, আমরা ভারতের সঙ্গে খুব বড় একটা বা’ণিজ্য চুক্তি করতে চলেছি। আমাদের এটা করতেই হবে। তবে নির্বা’চনের আগে এটি করা স’ম্ভব হবে কিনা তা আমি জা’নি না। তবে এটা ঠিক যে ভারতের সঙ্গে আ’মাদের অনেক বড় কোনও চুক্তি হবে। ট্রাম্পের ই’ঙ্গিত অনেক’টাই স্পষ্ট।

তার আসন্ন ভারত স’ফরে হয়তো শেষ পর্যন্ত ওয়াশিং’টন-দিল্লি বাণিজ্য চুক্তি স্বা’ক্ষর হবে না। তবে ট্রাম্প বলেছেন, ভা’রতের সঙ্গে আমাদের একটি বাণিজ্য চুক্তি হতেই পারে। তবে আমি চাই’ছি এ গুরুত্ব’পূর্ণ চুক্তিটি এই মুহূর্তে নয়, বরং পর’বর্তী সময়ের জন্য তুলে রাখতে। একটি সূত্র জা’নিয়েছে, মার্কিন বাণিজ্য প্রতি’নিধি রবার্ট লাইটাইজার, যিনি ভারতের সঙ্গে বাণিজ্য আলো’চনার মূল মধ্যস্থ’তাকারী ব্যক্তি, তিনি স’ম্ভবত রাষ্ট্র’পতি ট্রাম্পের সঙ্গে ভারতে আসছেন না। তবে মার্কিন আধি’কারিকরা তাঁর আসার সম্ভাবনা পুরো’পুরি উড়িয়ে দিচ্ছেন না।

ভারত-মার্কিন বা’ণিজ্যিক সম্পর্কের বিষয়ে যদিও চাপা অ’সন্তোষ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের মনে। মার্কিন প্রে’সিডেন্ট বলেন, ভারত আমাদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার ক’রেনি। যদিও এর আগে প্রধান’মন্ত্রী নরেন্দ্র মোদির প্র’শংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডো’নাল্ড ট্রাম্প বলেন যে, তিনি ভারত সফর নিয়ে যথেষ্ট আশা’বাদী। ভারত সফরে আসার আগে ডো’নাল্ড ট্রাম্প বলেন, ভারতে তো শুনছি বিমান’বন্দর থেকে নতুন স্টে’ডিয়াম পর্যন্ত পাঁচ থেকে সাত মিলিয়ন মানুষ থাকবেন আমায় স্বা’গত জানাতে। আমি এ বিষয়ে যথেষ্ট উত্তে’জিত।
সূত্র: banglamagazines

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: