IQNA

15:15 - February 28, 2020
সংবাদ: 2610317
তেহরান (ইকনা)- করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওমরা হজ এবং পবিত্র মদিনায় মহানবী (স)’র মাজার জিয়ারত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) সকালে এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য আগাম সর্তকতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত ডিসেম্বর মাসের শেষদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে এবং এখন বিশ্বের বেশিরভাগ দেশে কমবেশি এ ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন অনেকটা স্থবির হয়ে পড়েছে। চীনা সাংস্কৃতিক বিপ্লবের পর এই প্রথমবারের মতো দেশটির বার্ষিক সংসদ অধিবেশন স্থগিত করা হয়েছে।  iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: