IQNA

আশরাফ গনির শপথ অনুষ্ঠানের কাছে বোমা বিস্ফোরণ

20:51 - March 09, 2020
সংবাদ: 2610381
তেহরান (ইকনা)- আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসাবে আশরাফ গনির ভাষণের সময় প্রেসিডেন্ট প্রাসাদের নিকটে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

বিস্ফোরণের শব্দ শোনার পর কয়েক মিনিটের জন্য নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের অনুষ্ঠান ব্যাহত ছিলো। তবে আশরাফ গনি, তার বক্তব্য অব্যাহত রেখেছিলেন।

বিস্ফোরণের শব্দ শোনার পর মোহাম্মদ আশরাফ গনি প্রথমে এটিকে একটি "মর্টার শেল" আখ্যা দিয়ে কথা বলতে থাকেন। তিনি অংশগ্রহণকারীদের এক বা দুটি বিস্ফোরণে ভীত না হওয়ার আহ্বান জানান।

প্রেসিডেন্ট প্রাসাদে আশরাফ গনির কথা বলার সময় দুর্গের কাছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের শব্দ শোনা যায়। ক্ষেপণাস্ত্র আঘাতের শব্দ শোনার পর আফগান শান্তি বিষয়ক মার্কিন প্রতিনিধি জালমাই খলিলজাদসহ বিদেশি অতিথিরা স্থান ত্যাগ করেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তারা আবার মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ফিরে আসেন।

এদিকে অরিয়া নিউজ জানিয়েছে যে, আশরাফ গনির বক্তব্য চলাকালীন সময় প্রেসিডেন্ট প্রাসাদের নিকটে দুটি রকেট আঘাত হানে।

এখনও পর্যন্ত কোন গ্রুপ এই হামলার উদ্দেশ্য ও দায় স্বীকার করেনি।  iqna

captcha