IQNA

ঈদে মাবয়াস এবং ফার্সি নববর্ষ উপলক্ষে ইরানি জাতির উদ্দেশ্যে সর্বোচ্চ নেতা:

ভাইরাস তৈরির অভিযোগে অভিযুক্ত আমেরিকার সাহায্য কোন বিজ্ঞ ব্যক্তি গ্রহণ করবে না

16:56 - March 22, 2020
সংবাদ: 2610456
তেহরান (ইকনা)- ইসলামী প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাস আঘাত হানার পর আমেরিকার কর্মকর্তারা বেশ কয়েকবার ইরানে চিকিৎসা সহায়তা প্রেরণের প্রস্তাব দিয়েছে। এব্যাপারে ইঙ্গিত করে সর্বোচ্চ নেতা বলেছেন: আমেরিকার প্রস্তাব অতি আশ্চর্যজনক। কারণ, প্রথমত: সবার আগে তাদের ওষুধ ও প্রতিরোধমূলক সরঞ্জামের তীব্র ঘাটতি রয়েছে। তাদের কিছু কর্মকর্তা স্পষ্টভাবে এই ভীতিজনক ঘাটতি সম্পর্কে কথা বলছেন। সুতরাং তারা ওষুধ ও প্রতিরোধমূলক সরঞ্জাম তাদের নিজের দেশের জনগণের মধ্যে বিতরণ করুক। দ্বিতীয়ত: আমেরিকার বিরুদ্ধে যখন ভাইরাস তৈরির অভিযোগ রয়েছে, তখন কোন জ্ঞানী ব্যক্তি তাদের নিকট হতে সহায়তা গ্রহণ করবে না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আমেরিকাকে 'ইরানের সবচেয়ে বড় শত্রু' হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া, তিনি ইরানকে করোনাভাইরাস বিরোধী লড়াইয়ে সহায়তা দেওয়ার আমেরিকার প্রস্তাবকে 'ভণ্ডামি' বলে অভিহিত করেন।

আজ (রোববার) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, ইরানের শত্রু কম নেই তবে ইরানি জাতির সবচেয়ে মারাত্মক শত্রু হলো আমেরিকা।

মার্কিন কর্মকর্তাদের ভণ্ড, প্রতারক, নির্লজ্জ এবং লোভী হিসেবে উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তারা সব ধরণের শঠতা এবং ভণ্ডামিপূর্ণ কথা বলেন, তারা নিষ্ঠুর, নির্দয় এবং সন্ত্রাসী।

ভয়াবহ ছোঁয়াচে করোনাভাইরাস কোভিড-১৯ আমেরিকা তৈরি করেছে বলে যে জল্পনা-কল্পনা চলছে তা তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা। এ প্রসঙ্গে তিনি 'মার্কিন কর্মকর্তাদের মিথ্যাবাদী এবং প্রতারক' বলে অভিহিত করেন।

ইরানের বিরুদ্ধে আরোপিত একতরফা কঠোর নিষেধাজ্ঞা তুলতে মার্কিন কর্মকর্তারা অস্বীকার করেছেন। তাদের এ অস্বীকৃতি করোনাভাইরাসের বিরুদ্ধে ইরানের সর্বাত্মক লড়াইকে ব্যাহত করছে। নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিবর্তে তারা ইরানিদের সহায়তা দিতে প্রস্তুত বলে দাবি করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানিদের যা প্রয়োজন তা কেবল আমেরিকার কাছে চাইতে হবে।

ট্রাম্পের এ দাবিকে ইরানি কর্তৃপক্ষ ভণ্ডামি বলে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছেন, ওয়াশিংটন যখন তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তখন এসব কথার কোনও মানেই হয় না। iqna

captcha