IQNA

20:37 - March 23, 2020
সংবাদ: 2610465
তেহরান (ইকনা)- সহিংসতা হ্রাসের জন্য ইংল্যান্ডের বার্মিংহাম মসজিদ সমাবেশসহ বিভিন্ন ভাবে চেষ্টা করেছে।

বার্মিংহাম সিটির মসজিদ এই শহরে সহিংসতা হ্রাস করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

একটি প্রতিবেদনে বার্মিংহাম সিটি মসজিদ (বার্মিংহাম) শহরে সহিংসতা হ্রাস করতে পদক্ষেপ নিয়েছে। বার্মিংহাম সিটির এই মসজিদের নাম “সুলতান বাহু”। এই মসজিদের কর্তৃপক্ষ নগরীর সহিংসতা কমতে, বিশেষত ছুরির আঘাত এবং পারিবারিক সহিংসতা মোকাবেলার জন্য স্থানীয় ১৫০ জন বাসিন্দাদের একত্রিত করেছেন।

বিগত চার মাসে বর্ণবাদীরা ছুরি নিয়ে ২৬৯ বার সহিংসতায় লিপ্ত হয়েছে। এসকল অপরাধের সাথে জড়িত ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পারিবারিক সহিংসতা গোপনভাবে সংগঠিত হচ্ছে এবং বিভিন্ন রূপে এই সহিংসতা হচ্ছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গত বছর যাবত এধরণের কেস অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে এধরণের সহিংসতা ১৪০০ বার সংগঠিত হয়েছে।

২০১৪ সাল থেকে ওয়েস্ট মিডল্যান্ডস জুড়ে পারিবারিক সহিংসতা দ্বিগুণহারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সকল অপরাধের মধ্যে ঘরোয়া নির্যাতনমূলক অপরাধ ১৪ শতাংশ নিবন্ধন করা হয়েছে। আর এরমধ্যে অধিকাংশই শিকার হচ্ছেন এশীয় মহিলারা। বর্তমানে তাদের সম্প্রদায়ের সহায়তার প্রয়োজন রয়েছে। iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: