IQNA

করোনা ভাইরাস:

ইরানে করোনা মোকাবেলায় সাফল্যের কারণ জনগণের সমর্থন ও সহযোগিতা: রূহানি

19:47 - March 31, 2020
সংবাদ: 2610513
তেহরান (ইকনা)- ইরানের প্রেসিডেন্ট বলেছেন করোনা মোকাবেলায় সাফল্যের পেছনে রয়েছে জনগণের সমর্থন ও সহযোগিতা। করোনা মোকাবেলায় ন্যাশনাল টাস্কফোর্সের সভায় হাসান রূহানি আজ একথা বলেন।

তিনি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারের সকল পরিকল্পনায় সহযোগিতা করার জন্য জনগণের প্রশংসা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্য অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার বিশ্বের অনেক দেশের তুলনায় খুব ভাল। পার্সটুডে

তিনি ইরানের মেডিকেল স্টাফের প্রশংসা করে বলেন: দেশের বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তির হার অনেক কমেছে।

প্রেসিডেন্ট রূহানি আজ ইসলামি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকে অভিনন্দন জানিয়ে বলেন: ৪১ বছর আগে এইদিনে জনগণ ইসলামি প্রজাতন্ত্রের পক্ষে নিরঙ্কুশ রায় দিয়েছিল। আজও এই প্রজাতন্ত্র এবং ইসলাম ইরানি জনগণ ও সরকারের কাছে দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচিত।

মরহুম ইমাম খোমেনির নেতৃত্বে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব বিজয়ের পর ইসলামি প্রজাতন্ত্র প্রশ্নে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই গণভোটে শতকরা আটানব্বুই ভাগ জনগণ ইসলামি প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থার পক্ষে ভোট দেয়।  iqna

captcha