IQNA

হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

19:43 - April 12, 2020
সংবাদ: 2610582
তেহরান (ইকনা)- ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভাইরাসের সংক্রমণ থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং তিনি নিজের বাড়িতে ফিরে গেছেন। বরিস জনসনের কার্যালয় থেকে বলা হয়েছে, তিনি বাড়িতে অবস্থান করে এখন বাকি চিকিৎসা নেবেন।

 

 

মুখপাত্র বলেন, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সুস্থতা অব্যাহত রাখার জন্য চেকার্সে গেছেন প্রধানমন্ত্রী। চেকার্স হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর গ্রামীণ বাসভবন।

তিনি বলেন, মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী এখনই কাজে ফিরছেন না তিনি। তাকে ভালোভাবে দেখভাল করার জন্য সেইন্ট থমাসের সবাইকে তিনি ধন্যবাদ দিতে চান।

গত রোববার জনসনকে হাসপাতালে ভর্তি করে হয়েছিল। পরেরদিন সোমবার শারীরিক অবস্থার আরও আবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে তিন রাত ছিলেন তিনি। সেসময় তাকে অক্সিজেন সরবরাহ করা হয়। তবে তার কোনো ভেন্টিলেশনের প্রয়োজন হয়নি।

৫৫ বছর বয়সী এ প্রধানমন্ত্রীর বাগদত্তা ক্যারি সাইমন্ডসও এনএইচএস এবং সেইন্ট থমাস হাসপাতালের সব কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জনসনের সন্তানের মা হতে চলেছেন।

এদিকে যুক্তরাজ্যে এখন পর্যন্ত প্রায় ৭৯ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৯ হাজার ৮৭৫ জন।

 iqna

captcha