IQNA

ইতালির পারমা শহরের মেয়রের উপস্থিতিতে আজান + ভিডিও

20:10 - April 28, 2020
সংবাদ: 2610684
তেহরান (ইকনা)- ইতালির পারমা শহরে প্রথমবারের মতো এই শহরের মেয়রের উপস্থিতিতে নগরীর মসজিদের লাউডস্পিকারে আজান সম্প্রচারিত হয়েছে।

ইতালির উত্তরাঞ্চলীয় পারমা শহরে শুক্রবার প্রথমবারের মতো শহরের মেয়র ও তার প্রতিনিধি দল এবং স্থানীয় সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে লাউডস্পিকারে আজান সম্প্রচার করা হয়েছে।

ইউরোপের বেশ কয়েকটি দেশে দীর্ঘদিন যাবত লাউডস্পিকারে আজান প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো। তবে করোনার প্রাদুর্ভাবের কারণে ইউরোপের অধিকাংশ দেশে লাউডস্পিকারে আজান প্রচারের অনুমতি প্রদান করা হয়েছে।

ইতালিতে সংখ্যালঘু মুসলমানদের সংখ্যা আনুমানিক দুই মিলিয়নের একটি বেশী এবং দেশটির অধিকাংশ মুসলমানরা আরব, আফ্রিকা এবং এশিয়া থেকে এসেছেন।

তবে ইতালিয়া জুড়ে মুসলমানদের জন্য যথেষ্ট পরিমাণে মসজিদ নেই। iqna

captcha