IQNA

পবিত্র রমজানে ফিলিস্তিনি মুসল্লিদের পরিবেশ + ছবি

20:01 - April 29, 2020
সংবাদ: 2610690
তেহরান (ইকনা)- বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছায়ায় আচ্ছন্ন রয়েছে। পবিত্র রমজান মাস ঘনিয়ে আসার সাথে সাথে বিশ্বজুড়ে মসজিদগুলো মুসল্লিহীনরত অবস্থায় রয়েছে।

জেরুজালেমের আল-আকসা মসজিদ এবং কাবাতুস সাখরা পবিত্রতম স্থানসমূহের মধ্যে অন্যতম। এখানে প্রতি বছর হাজার হাজার রোজদার ব্যক্তিদের ইফতারি দেওয়া হয়। তবে এই বছর করোনাভাইরাসের প্রকোপের কারণে মুসল্লিদের জন্য এই পবিত্র স্থান বন্ধ করে দেওয় হয়েছে।  iqna

 

 

 

captcha