এবছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই প্রতিযোগিতা টিভি চ্যানেলে অনুষ্ঠিত হচ্ছে।
১৩তম “ইন্না লিল-মুত্তাক্বিন মাফাজা” কুরআন প্রতিযোগিতার পঞ্চম দিনে লেবাননের প্রতিনিধি সূরা আল-যূখরুফের ৮২ থেকে ৮৯ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন।
এই তিলাওয়াতটি আল-কাউসার চ্যানেল সরাসরি সম্প্রচার করা হয়েছে। iqna