IQNA

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইলের হেলিকপ্টার হামলা

19:53 - May 01, 2020
সংবাদ: 2610700
তেহরান (ইকনা)- ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি হেলিকপ্টার-গানশিপ থেকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে দেশটির সামরিক অবস্থানে রকেট হামলা চালানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আজ (শুক্রবার) সকালে এ খবর দিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে ইসরাইলি হেলিকপ্টার-গানশিপ এসব হামলা চালায়। তবে হামলার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায় নি সানা।

সিরিয়ায় কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থানরত হিজবুল্লাহর অবস্থানে ইহুদিবাদী ইসরাইল অন্তত পাঁচটি রকেট হামলা চালায়। সিরিয়া এবং ইসরাইল দু'পক্ষের গণমাধ্যমই জানিয়েছে, হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরিয়া সরকারের বিরুদ্ধে উগ্রবাদী যেসব সন্ত্রাসী গোষ্ঠী সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করছে হিজবুল্লাহ। ফলে, ইসরাইলের এ হামলাকে সন্ত্রাসীদের বাঁচানোর পদক্ষেপ বলে বিবেচনা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস) আজ সকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনিত্রায় ইসরাইলের হেলিকপ্টার-গানশিপ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।iqna

captcha