IQNA

অস্ট্রেলিয়ার একটি ইসলামিক পোশাকের দোকানে গাড়ির সংঘর্ষে আহত ১২

5:24 - May 22, 2020
সংবাদ: 2610827
তেহরান (ইকনা): অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটি ইসলামিক পোশাকের দোকানে একটি গাড়ি সংঘর্ষের ফলে ১২ জন আহত হয়েছেন।

অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে যে, সিডনির একটি ইসলামিক পোশাকের দোকানে হঠাৎ করে একটি গাড়ি আঘাত হানে। এরফলে ১২ জন আহত হয়েছেন।

হিজাব হাউস (Hijab House) নামক এই দোকান থেকে মুসলমানেরা তাদের ধর্মীয় পোশাক ক্রয় করেন।

পুলিশ জানিয়েছে, আহতরা বর্তমান শঙ্কামুক্ত রয়েছেন।

এই ঘটনাটি ইসলাম বিদ্বেষী কিম্বা সন্ত্রাসীমূলক কাজ কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। iqna

captcha