IQNA

৩য় জুন;
20:13 - June 01, 2020
সংবাদ: 2610887
তেহরান (ইকনা): ইমাম খোমেনির (রহ.) ৩১তম মৃত্যুবার্ষিকীর উপলক্ষে ৩য় জুনে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী বক্তব্য পেশ করবেন।

ইমাম খোমেনির (রহ.) ৩১তম মৃত্যুবার্ষিকীর উপলক্ষে ৩য় জুনে সকাল ১১টায় ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী টেলিভিশনে সরাসরি বক্তব্য পেশ করবেন।

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার বক্তব্য বুধবার সকাল ১১ টায় (বাংলাদেশ সময় ১২:৩০) KHAMENEI.IR ওয়েবসাইটের এর ইনস্টাগ্রাম ও টুইটার এবং ইসলামী প্রজাতন্ত্রের ইরানের রেডিও ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

 

প্রতি বছর তেহেরানস্থ ইসলামী বিপ্লবের মহান প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির (রহ.) মাযারে সর্বোচ্চ নেতার বক্তব্যসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ইমাম খোমেনির (রহ.) মৃত্যুবার্ষিকী পালিত হয়। এসময় ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত থাকেন।

তবে এ বছর করোনাভাইরাসের প্রকোপের কারণে স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা অনুসরণ করে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: