IQNA

প্রয়োজন হলে করোনা মোকাবেলায় ইরান আবার বিধিনিষেধ দেবে: রুহানি

18:51 - June 13, 2020
সংবাদ: 2610951
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, প্রয়োজন হলে তার সরকার দেশে করোনাভাইরাস মোকাবেলার জন্য আবার নিষেধ আরোপ করবে। তিনি বলেন, জনগণের নিরাপত্তার জন্য তার সরকার এমন বিধিনিষেধ আরোপ করতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

করোনাভাইরাস ব্যবস্থাপনা ও লড়াই সম্পর্কিত তেহরানের জাতীয় সদর দপ্তরে আজ (শনিবার) অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। এসময় তিনি অন্যান্য প্রদেশের করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়েও আলোচনা করেন। পার্সটুডে

ইরানের বহুসংখ্যক প্রদেশ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম পর্যায়ে চূড়ান্ত অবস্থা মোকাবেলা করেছে এবং সেসব জায়গায় অবস্থা মোটেই জরুরি পরিস্থিতি ছিল না। তবে বেশ কয়েকটি প্রদেশকে এখনও এই পরিস্থিতি পার করতে হবে। দেশের অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

হাসান রুহানি বলেন, এপ্রিল ও মে মাসে জনগণ করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে দারুণভাবে সহযোগিতা করেছেন এবং আমরা একটি সঠিক পরিস্থিতিতে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম কিন্তু তারপরে সে পরিস্থিতির অনেকটা অবনতি ঘটেছে যেটি বেশ চিন্তার বিষয়।

প্রেসিডেন্ট রুহানি বলেন, “করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে যেসব বিধিনিষেধ ছিল সেগুলো শর্তসাপেক্ষে এবং সম্মিলিত সহযোগিতার কারণে তুলে নেয়া হয়েছে কিন্তু যদি আমরা বাধ্য হই তাহলে আবার সেই সমস্ত বিধিনিষেধ আরোপ করব। যদি কোনো প্রদেশে মারাত্মক অবস্থা তৈরি হয় তাহলে সেখানে প্রথম সপ্তাহ থেকেই এই বিধিনিষেধ কার্যকর করা হবে। যদি কোনো প্রদেশ বা কোনো শহরের জনগণের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে তাহলে আমাদের সামনে বিধি-নিষেধ আরোপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যদি এই বিধি-নিষেধ কমাতে চায় তাহলে আমাদেরকে অবশ্যই নিয়ম-নীতি মেনে চলতে হবে।" iqna

captcha