IQNA

তিন মাস বন্ধ থাকার পর মসজিদ খুলে দিল কাতার সরকার

8:40 - June 17, 2020
সংবাদ: 2610969
তেহরান (ইকনা): প্রাণঘা'তী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পাঁচশ মসজিদ খুলে দিয়েছে কাতার সরকার। পাঁচ ওয়াক্তের নামাজ চালু হলেও জুমার নামাজ আপাতত অনুষ্ঠিত হবে না। মানতে হবে স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা। তবে জনবহুল এলাকার মসজিদগুলো বন্ধ থাকবে। দীর্ঘদিন পর মসজিদে নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসীরা।

গতকাল সোমবার জুন থেকে বি'ধিনি'ষেধ কিছুটা প্রত্যাহার করার ঘোষণা আগেই দিয়েছিল কাতার সরকার। এরই ধারাবাহিকতায় সীমিত আকারে খুলে দেয়া হয় মসজিদ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া গেলেও জুমার নামাজে অংশ নিতে পারবেন না সাধারণ মুসল্লিরা।

কাতার সরকারের নির্দেশনা মেনে নামাজ আদায় করতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন দূতাবাস কর্মকর্তা এবং কমিউনিটি নেতা মাওলানা হাসিবুর রহমান ও বাংলাদেশ দূতাবাস শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, নিজের স্বার্থে আপনি সতর্ক থাকবেন। নিজের কাজ করবেন। কাতারে এখন পর্যন্ত আট হাজার বাংলাদেশিসহ আক্রা'ন্ত হয়েছেন প্রায় ৮১ হাজার মানুষ। অন্যদিকে সু'স্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজারের বেশি।

সূত্র: mtnews24

captcha