IQNA

মাশায়েরে মুকাদ্দাসায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো সৌদি আরব

19:48 - July 19, 2020
সংবাদ: 2611166
তেহরান (ইকনা): সৌদি আরবের পাবলিক সিকিউরিটি ম্যানেজমেন্ট ১১ই আগস্ট পর্যন্ত হাজীদের মাশায়েরে মুকাদ্দাসায় (হজের বিধি-বিধান পালনের বিশেষ স্থানসমূহ) প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সৌদি আরবের পাবলিক সিকিউরিটি ম্যানেজমেন্ট টুইটার পেজে লিখেছে, ১১ই আগস্ট (১২ই জিল হজ) পর্যন্ত হাজীদের মাশায়েরে মুকাদ্দাসা তথা মিনা, আরাফাত এবং মুজদালিফায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সৌদি আরবের পাবলিক সিকিউরিটি ম্যানেজমেন্ট আরও ঘোষণা করেছে: যারা এই আদেশ লঙ্ঘন করবে এবং বিনা অনুমতিতে মাশায়েরে প্রবেশ করবে, তাদেরকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে।

পাবলিক সিকিউরিটি ম্যানেজমেন্ট গুরুত্বারোপ করে বলেছে: এই নিষেধাজ্ঞার বিরোধিতা এবং নির্দেশের লঙ্ঘন পুনরাবৃত্তি করা হলে শাস্তি দ্বিগুণ করা হবে।

সৌদি হজ মন্ত্রণালয় সম্প্রতি একটি বিবৃতিতে ঘোষণা করেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই বছরের হজ সীমাবদ্ধ করা হবে এবং এতে কেবল সৌদি আরবের অভ্যন্তরে থাকা বিভিন্ন সৌদি এবং বিদেশী নাগরিকগণ হজ করতে পারবেন এবং সৌদি আরবের বাইরে থেকে কেউই হজ পালনের জন্য সৌদি আরবে যেতে পারবেন না। iqna

captcha